Last Updated: Wednesday, October 31, 2012, 23:02
রাজীব গান্ধী হত্যা রহস্যের প্রমাণ গোপনের অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়নণের বিরুদ্ধে। সিবিআই-এর প্রাক্তন আধিকারিক কে রাগথামনের লেখা বই `কনস্পিরেসি টু কিল রাজীব গান্ধী ফ্রম দ্য সিবিআই ফাইলসে` উঠে এসেছে এমনই চাঞ্চল্য কর তথ্য। যা নিয়ে ইতিমধ্যেই আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে।