Last Updated: May 2, 2014 10:59

বিতর্কিত মন্তব্যের জেরে আরও একবার খবরের শিরোনামে সমাজবাদী পার্টির নেতা আবু আসিম আজমি। সূত্রে খবর, খালিলাবাদে এসপি প্রার্থী বালচন্দন যাদবের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে আজমি মন্তব্য করলেন যে মুসলিমরা তাঁর দলকে ভোট দেননি বা দেবেন না তাঁরা প্রকৃত মুসলিম নন।
`` যে মুসলিম এসপি কে ভোট দেন না বা তার বিরুদ্ধে কথা বলেন তিনি মুসলিম হতেই পারেন না। তার ডিএনএ টেস্ট করা উচিৎ। নির্ঘাৎ দেখা যাবে সে ব্যক্তির আরএসএস-এর।`` মন্তব্য আজমির। তবে বিতর্ককে আরও উস্কে দিয়ে তিনি ফের বলেন ``আমি বলতে চেয়েছি তারা সাচ্চা মানুষ নন। এসপি প্রধান মুলায়ম সিং যাদব ওদের জন্য কী করেননি?``
পরে নিজের বক্তব্যের সাফাই দিতে গিয়ে আজমি জানান বিজেপি অনেক সময় তাদের নির্বাচনী সভায় মাথায় ফেজ টুপি আর বোরখা পড়িয়ে মুসলিমদের বসিয়ে রাখে। ``মুসলিমরা ধর্ম নিরপেক্ষ। জওহর লাল নেহেরু থেকে মুলায়ম সিং যাদব, তারা সবসময় হিন্দুদের তাদের নেতা হিসাবে মেনে এসেছেন। বিজেপির স্লোগান `হিন্দু-হিন্দু ভাই ভাই` মানুষের মধ্যে বিষ ছড়াও। গুজরাত দাঙ্গার পড়েও বিজেপি দাবি করে মুসলিমরা তাদের সঙ্গে আছে।, ওদের ডিএনএ টেস্ট করা উচিৎ।``
First Published: Friday, May 2, 2014, 10:59