Last Updated: Friday, May 2, 2014, 10:59
বিতর্কিত মন্তব্যের জেরে আরও একবার খবরের শিরোনামে সমাজবাদী পার্টির নেতা আবু আসিম আজমি। সূত্রে খবর, খালিলাবাদে এসপি প্রার্থী বালচন্দন যাদবের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে আজমি মন্তব্য করলেন যে মুসলিমরা তাঁর দলকে ভোট দেননি বা দেবেন না তাঁরা প্রকৃত মুসলিম নন।