কনফেডের ফাইনালে সাম্বার দেশের মুখোমুখি তিকিতাকা ম্যাজিক

কনফেডের ফাইনালে সাম্বার দেশের মুখোমুখি তিকিতাকা ম্যাজিক

কনফেডের ফাইনালে সাম্বার দেশের মুখোমুখি তিকিতাকা ম্যাজিক ইতালিকে হারিয়ে কনফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখনই বহু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কোনও দলই। অবশেষে একশো কুড়ি মিনিট গোল-শূন্য থাকার পর, ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

দুই দলই পেনাল্টি শুট আউটে তাদের প্রথম ছটি শটে গোল করে। ইতালির হয়ে সপ্তম শট নিতে যান লিওনার্দো বুনোসি। তাঁর শট ক্রস বারের উপর দিয়ে চলে যায়। স্পেনের হয়ে সপ্তম শটটি নেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা নাভাস। নিখুঁত শটে পরাস্ত হন ইতালির অভিজ্ঞ গোলরক্ষক বুফোঁ। যার ফলে আর সাডেন ডেথে ৭-৬গোলে জিতে, কনফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন। ফাইনালে জ্যাভি, ক্যাসিলাসদের প্রতিপক্ষ ব্রাজিল।

First Published: Friday, June 28, 2013, 13:03


comments powered by Disqus