neimar - Latest News on neimar| Breaking News in Bengali on 24ghanta.com
কনফেডের ফাইনালে সাম্বার দেশের মুখোমুখি তিকিতাকা ম্যাজিক

কনফেডের ফাইনালে সাম্বার দেশের মুখোমুখি তিকিতাকা ম্যাজিক

Last Updated: Friday, June 28, 2013, 13:03

ইতালিকে হারিয়ে কনফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখনই বহু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কোনও দলই। অবশেষে একশো কুড়ি মিনিট গোল-শূন্য থাকার পর, ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।