Last Updated: May 15, 2013 22:20

দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে এবার পাল্টা পথে নামল কংগ্রেস। কর্ণাটক সহ একাধিক রাজ্যে বিজেপির দুর্নীতি, সংসদে খাদ্য সুরক্ষা বিলে বিজেপির বিরোধিতা সমেত একাধিক ইস্যুতে আজ দিল্লিতে বিজেপি সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস সমর্থকরা। পুলিস জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
যুব কংগ্রেসের দাবি, অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়া বন্ধ করতে হবে বিজেপিকে। তাঁদের আরও বক্তব্য, সংসদ সচল রাখতে হবে। কয়লা কেলেঙ্কারি এবং রেলে ঘুষকাণ্ডের জেরে আইনমন্ত্রী ও রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভের ফলে সংসদের বাজেট অধিবেশন কার্যত পণ্ড হয়ে যায়। এর জেরে আটকে গেছে খাদ্য সুরক্ষা, জমি অধিগ্রহণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। সূত্রের খবর, বিলগুলি পাস করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে সরকার। তবে বিজেপি শাসকপক্ষের পাশে থাকবে কি না সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।
First Published: Wednesday, May 15, 2013, 22:20