জঙ্গিপুরে কঠিন লড়াই, ২,৫৩৬ ভোটে জিতলেন প্রণব-তনয়

জঙ্গিপুরে কঠিন লড়াই, ২,৫৩৬ ভোটে জিতলেন প্রণব-তনয়

জঙ্গিপুরে কঠিন লড়াই, ২,৫৩৬ ভোটে জিতলেন প্রণব-তনয়জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী মোজফ্ফর হোসেনেকে মাত্র ২,৫৩৬ ভোটে হারিয়েছেন রাষ্ট্রপতি-পুত্র। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৩২ হাজার ৯১৯। অন্যদিকে, বামপ্রার্থী মোজফ্ফর হোসেন পেয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার ৩৪৩টি ভোট। কংগ্রেসের শক্ত ঘাঁটি জঙ্গিপুরে অভিজিতের এই জয়ে স্বভাবতই খুশি কংগ্রেস সমর্থকরা।

এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ভাবে ব্যবধান কমিয়েছে বামেরা। ২০০৯ সালে এই জঙ্গিপুর আসন থেকেই প্রায় ১ লক্ষ ২৮ হাজার ভোটে জিতেছিলেন প্রণব মুখোপাধ্যায়। বর্তমানে তিনি দেশের রাষ্ট্রপতি। তাঁরই ছেড়ে যাওয়া আসন রক্ষা করতে মরিয়া অভিজিত্‍ মুখোপাধ্যায় জিতলেন আড়াই হাজারের কিছু বেশি ভোটে।  

নির্বাচনের রায় বেড়নোর পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। গত লোকসভা নির্বাচনে ভোট বাক্সের হিসাব বলছে, কংগ্রেস পেয়েছিল মোট ভোটের ৫৪.২ শতাংশ। এবারে যা ১৫.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯.০১ শতাংশে। অথচ, গতবারের লোকসভা নির্বাচন থেকে প্রায় ৮.০৩ শতাংশ ভোট বাড়িয়ে নিয়েছে কেন্দ্রের প্রধান বিরোধী দল বিজেপি। গতবার তাদের প্রাপ্ত ভোট ছিল ২.০৩ শতাংশ। এবারের উপনির্বাচনে বিজেপি পেয়েছে ১০.০৬ শতাংশ। তবে উল্লেখযোগ্য ভাবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বামেরা। ২০১১ বিধানসভা ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে একমাত্র নবগ্রাম কেন্দ্রটি বামেরা জয়ী হয়। দেড় বছর বাদে আজকের নির্বাচন রায়ের নিরিখে নবগ্রামের পাশাপাশি সুতি, জঙ্গিপুর, সাগরদিঘীতেও এগিয়ে গিয়েছে বামেরা। 






First Published: Saturday, October 13, 2012, 16:54


comments powered by Disqus