Last Updated: Wednesday, June 5, 2013, 15:47
২টো ২০: হাওড়া লোকসভা উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২৭,০১৫ ভোটে জিতলেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪,২৬,২৭৩টি ভোট। বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য পেয়েছেন ৩,৯৯,২৫৮টি ভোট। কংগ্রেস পেয়েছে ৯৬,৭২৭টি ভোট। উত্তর হাওড়া, মধ্য হাওড়া, বালি, পাঁচলা ও শিবপুরে লিড নিয়েছে তৃণমূল। বামেরা লিড নিয়েছে সাঁকরাইল ও দক্ষিণ হাওড়ায়।