Last Updated: March 29, 2014 21:09

নরেন্দ্র মোদী সম্পর্কে ইমরান মাসুদের মন্তব্য দল সমর্থন করে না। সাহারানপুরে সভা করতে গিয়ে বললেন রাহুল গান্ধী। মন্তব্যের বিরোধিতা করলেও সাহারানপুরের প্রার্থীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কংগ্রেস। তবে ভোটের দিকে তাকিয়েই এই ছাড় ? উঠছে সেই প্রশ্ন।
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে এই বিদ্বেষমূলক মন্তব্য কংগ্রেসের সংস্কৃতি নয়। কংগ্রেস ঘৃণার রাজনীতি করে না। উত্তরপ্রদেশের সাহারানপুরের সভায় শনিবার এই মন্তব্য করেন রাহুল গান্ধী।
ইমরান মাসুদের মন্তব্যে দল অনুমোদন না দিলেও, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কংগ্রেস। ভোটের দিকে তাকিয়েই দল এই পথে হেঁটেছে , তা স্পষ্ট রীতা বহুগুণা যোশীর কথায়।
উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি সত্যদেব ত্রিপাঠির দাবি, মাসুদের যে ভিডিও দেখানো হচ্ছে তা ছমাসের পুরনো। ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর সমাজবাদী পার্টিতে থাকার সময় ওই মন্তব্য করেছিলেন ইমরান মাসুদ। শনিবারই বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য ইমরান মাসুদকে চোদ্দদিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে এতেও দমেননি মাসুদ। শুক্রবার ক্ষমা চাইলেও ভোল বদলে শনিবার জানিয়ে দেন, মন্তব্যের জন্য বিজেপি বা মোদী কারোর কাছেই ক্ষমা চাইবেন না তিনি। নিজের মন্তব্য থেকে একচুল সরছেন না বলেও জানিয়েছেন ইমরান। তবে কী দলকে পাশে পেয়েই ফের সুর চড়ালেন মাসুদ? বিজেপি অবশ্য ভোট ময়দানে হাতে গরম এই ইস্যু হাতছাড়া করতে চাইছে না। সব রাজ্যে মোদীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে দল।
First Published: Saturday, March 29, 2014, 21:09