Last Updated: Friday, March 28, 2014, 19:34
সাহারনপুরের কংগ্রেস প্রার্থী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে `টুকরো টুকরো করে কেটে ফেলার` হুমকি দিলেন। সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। এই ধরনের `উত্তেজক` মন্তব্য ছড়ানোর জন্য ইমরান মাসুদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।