তেলেঙ্গানা ইস্যুতে চাপে কংগ্রেস, ইস্তফা দিতে পারেন সাত সাংসদ

তেলেঙ্গানা ইস্যুতে চাপে কংগ্রেস, ইস্তফা দিতে পারেন সাত সাংসদ

তেলেঙ্গানা ইস্যুতে চাপে কংগ্রেস, ইস্তফা দিতে পারেন সাত সাংসদতেলেঙ্গানা ইস্যুতে প্রবল চাপে কংগ্রেস। তেলেঙ্গানা অঞ্চলের সাত জনকংগ্রেস সাংসদ ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন। শুধু তা-ই নয়, আজই তাঁরা সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন
বলেও হুমকি দিয়ে রেখেছেন। এই সাত জন সাংসদ ইস্তফা দিলে সংসদে ইউপিএ-র সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব পড়বে। রাজ্যেও বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রী ইস্তফা দিতে পারেন। আশঙ্কা সত্যি হলে সে ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়বে।

অন্ধ্রেরবেশ কিছু কংগ্রেস নেতা পৃথক তেলেঙ্গানার দাবিতে রাজ্যপাল ইএসএল নরসিহমার সঙ্গে কাল দেখা করেন। টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তেলেঙ্গানার মানুষকে উপেক্ষা করছে কেন্দ্র। ফলে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির আন্দোলনে অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তেলেঙ্গানা ইস্যুতে অস্বস্তি বেড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের। রঙ্গারেড্ডি আদালত এই দুই মন্ত্রীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করেছে।  

First Published: Tuesday, January 29, 2013, 09:08


comments powered by Disqus