Last Updated: Friday, February 14, 2014, 11:50
লোকসভায় তেলেঙ্গানা বিল পেশের বিরোধিতা করে আজ অন্ধ্র প্রদেশ বনধের ডাক দিয়েছে ওয়াই এস আর কংগ্রেস। রাজ্যজুড়ে বিপর্যস্ত জনজীবন। যানবাহন চললেও তা সামান্যই। স্কুল কলেজ বন্ধ। দোকানপাট খোলেনি। রাজ্যের একাধিক জায়গায় বনধের সমর্থনে সকাল থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। শুধু ওয়াই এস আর কংগ্রেসই নয়, রাজ্যভাগের বিরোধিতায় বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন।