Last Updated: April 17, 2013 16:07

বেঙ্গালুরু বিস্ফোরণের কিছু পরে টুইট করে বিতর্কে জড়ালেন কংগ্রেসের মুখপাত্র শাকিল আহমেদ। সকাল সাড়ে দশটা নাগাদ প্রথম বিস্ফোরণটি হওয়ার কিছু পরেই বেলা বারোটা নাগাদ শাকিল আহমেদ টুইট করেন, "বিজেপি অফিসের কাছে আজকের বিস্ফোরণ যদি জঙ্গিহানা হয় তবে নিশ্চিত ভাবেই আসন্ন ভোটে তা বিজেপিকে সুবিধা দেবে।"
সেই শুরু বিতর্ক। এর ঠিক ২৫ মিনিটের মধ্যে কর্নাটক বিজেপি টুইট করে, "ব্যাঙ্গালোর বিস্ফোরণ নিয়ে কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদের মন্তব্য অমানবিক এবং অসংবেদনশীল।"
শাকিল আহমেদ এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরপিএন সিং বলেন, "সম্ভাব্য জঙ্গি হানা সংক্রান্ত কোনও ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা না তোলা উচিৎ।"
আজ সকালের বিস্ফোরণে ১৬ জন আহত হন।
মে মাসের ৫ তারিক কর্নাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
First Published: Wednesday, April 17, 2013, 16:10