দুর্নীতি মামলায় সাংসদ পদ খোয়াতে পারেন রশিদ মাসুদ

দুর্নীতি মামলায় সাংসদ পদ খোয়াচ্ছেন রশিদ মাসুদ

দুর্নীতি মামলায় সাংসদ পদ খোয়াচ্ছেন রশিদ মাসুদলালুপ্রসাদ যাদবের পর এবার রশিদ মাসুদ। সাংসদ পদ খোয়াতে পারেন কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদ। মেডিক্যালে ভর্তি দুর্নীতি  মামলায়  চার বছরের কারাদণ্ড হল রশিদ মাসুদের। আজ সিবিআই আদালত এই সাজা ঘোষণা করেছে। মাসুদ ছাড়াও এই মামলায় দুই অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক সহ আরও এগারোজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে আদালত। ১৯০-৯১ শিক্ষাবর্ষে বেআইনি ভাবে ছাত্রদের ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে মাসুদের বিরুদ্ধে। সেই সময় কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন মাসুদ। 






First Published: Tuesday, October 1, 2013, 16:07


comments powered by Disqus