Last Updated: Wednesday, May 29, 2013, 21:14
বেইমান, অকৃতজ্ঞ, অস্তিত্বহীন। বিরোধীরা নয়, বীরভূমে দলের নেতাদের এইসমস্ত বিশেষণ দিয়েছেন খোদ তৃণমূলেরই সাংসদ শতাব্দী রায়। সাংসদের রাগের কারণ, তাঁর ডাকা কর্মিসভায় হাজির হননি দলের জেলা সভাপতি সহ বহু শীর্ষনেতা। সেই রাগ যেভাবে বাইরে এসেছে, তা নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে নতুন করে অস্বস্তির কারণ হয়ে উঠল। পঞ্চায়েত ভোটের আগে বাড়ল দলের মাথাব্যাথা।