পরেশ বড়ুয়ার গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা, Controversy with arrest of Paresh Barua

পরেশ বড়ুয়ার গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা

পরেশ বড়ুয়ার গ্রেফতারি নিয়ে ধোঁয়াশাআলফা নেতা পরেশ বড়ুয়ার গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। একটি সূত্রের মতে মায়ানমার থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে সরকারিভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আলফার স্বঘোষিত কমান্ডার অসমে নেই বলে জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল শক্তি গুরুং। পরেশ বড়ুয়া চিন অথবা মায়ানমারের কোথাও লুকিয়ে রয়েছেন বলেই খবর। আলফার একাংশ কেন্দ্রের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় এগিয়েছে। কিন্তু শান্তি আলোচনার গোড়া থেকেই শীর্ষ নেতা পরেশ বড়ুয়া বিরোধিতা করে এসেছেন। এমনকী হিংসার রাজনীতি বজায় রেখেও চলেছে পরেশ বড়ুয়া পন্থী আলফা নেতারা।





First Published: Sunday, December 4, 2011, 11:02


comments powered by Disqus