Last Updated: April 25, 2013 11:41

সারদা কাণ্ড আগেই গড়িয়ে ছিল আদালতে। সারদা চিটফান্ড দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আজ শুনানি শুরু হতে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। আজ আদালতের তরফে ২ মের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সেইসঙ্গে হাইকোর্ট এ নির্দেশও দিয়েছে, সারদা কোনও সম্পত্তি হাস্তান্তর করতে পারবে না সারদা। পরবর্তী শুনানির দিন ঘোষণা হয়েছে ৩ মে। হলফনামায় জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকারের কোন কোন ব্যক্তি সারদার সঙ্গে যুক্ত রয়েছেন। জানতে চাওয়া হয়েছে সারদার চিটফান্ড দুর্নীতি রুখতে রাজ্য সরকার ঠিক কী ব্যবস্থা নিয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্ত শুরু হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মনে করছে এই ধরনের মামলার ক্ষেত্রে সিআইডি কিংবা বিশেষ তদন্তকারী কমিটি গঠন করে তদন্তে করার চেয়ে সিবিআই তদন্ত হওয়াই বাঞ্ছনীয়।
First Published: Thursday, April 25, 2013, 14:15