Last Updated: May 13, 2013 11:02

ধনেখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধনেখালির পুলিস লকআপে তৃণমূল কর্মীর কাজি নাসিরুদ্দিনের অস্বাভাবিক ঘটনার সিবিআই তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে আদালত।
গত ১৮ শে জানুয়ারি তৃণমূল কর্মী কাজী নাসিরুদ্দিনকে থানায় নিয়ে যায় ধনেখালির পুলিস। পরের দিন ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু। তৃণমূলের একাংশের দাবি পুলিসের অত্যাচারেই মৃত্যু হয়েছে নাসিরউদ্দীনের। এই ঘটনায় প্রকাশ্যে চলে আসে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও। মৃতের পরিবার সদ্রাসরি অভিযোগ আনে স্থানীয় বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধে। থানায় অভিযোগও দায়ের করা হয়। তিন সপ্তাহের মধ্যে গোটা ঘটনার রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তের জন্য আইজি পর্যায়ের অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল কমিশন।
First Published: Monday, May 13, 2013, 18:38