Last Updated: Monday, May 13, 2013, 11:02
ধনেখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধনেখালির পুলিস লকআপে তৃণমূল কর্মীর কাজি নাসিরুদ্দিনের অস্বাভাবিক ঘটনার সিবিআই তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে আদালত।
গত ১৮ শে জানুয়ারি তৃণমূল কর্মী কাজী নাসিরুদ্দিনকে থানায় নিয়ে যায় ধনেখালির পুলিস। পরের দিন ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু।