Last Updated: June 26, 2014 15:28

কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর নামে সমন জারি করল দিল্লির একটি একটি আদালত। ন্যাশানল হেরাল্ড জমি দখল কাণ্ডে তাঁদের নামে এই সমন জারি করা হল। পাতিয়ালা হাউস কোর্ট জানিয়েছে আগামী ৭ অগাস্টের মধ্যে তাঁদেরকে আদালতে হাজিরা দিতে হবে।
সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও অস্কার ফার্নান্ডেজ, মোতিলাল ভোরা ও স্যাম পিত্রোদার বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে।
বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামীর ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে এই সমন জারি করা হয়েছে।
১৯৩৮ সালে জওহরলাল নেহেরু ন্যাশনল হেরাল্ড সংবাদপত্রটি প্রকাশ করেন। ১৯৮৮ সালে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।
স্বামী অভিযোগ করেছেন ন্যাশনল হেরাল্ডের ২০০০ কোটি টাকার সম্পত্তি জবর দখল করেছেন সপুত্রক সোনিয়া ও অনান্য কংগ্রেস নেতারা।
First Published: Thursday, June 26, 2014, 15:28