Subramanian Swamy - Latest News on Subramanian Swamy| Breaking News in Bengali on 24ghanta.com
সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে সমন জারি করল আদালত

সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে সমন জারি করল আদালত

Last Updated: Thursday, June 26, 2014, 15:28

কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর নামে সমন জারি করল দিল্লির একটি একটি আদালত। ন্যাশানল হেরাল্ড জমি দখল কাণ্ডে তাঁদের নামে এই সমন জারি করা হল। পাতিয়ালা হাউস কোর্ট জানিয়েছে আগামী ৭ অগাস্টের মধ্যে তাঁদেরকে আদালতে হাজিরা দিতে হবে।