Last Updated: November 17, 2013 10:27

রাজ্যে বেড়ে চলা সন্ত্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা ইস্যুতে এবার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দিল সিপিআইএম। ধীরে ধীরে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলাই হবে এই আন্দোলনের লক্ষ্য। শনিবার উত্তর ২৪ পরগনার একাধিক জনসভায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন সিপিআইএম নেতা গৌতম দেব। পাশাপাশি সারদাকাণ্ড সহ কয়েকটি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেন।
তৃণমূল ক্ষমতায় এসে প্রতিহিংসামূলক রাজনীতি করছে। মিথ্যা মামলায় সিপিআইএম নেতা নেত্রীদের জড়িয়ে দেওয়া হচ্ছে। শনিবার উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় এক জনসভায় এই অভিযোগ করেন সিপিআইএম নেতা গৌতম দেব।
সারদা কাণ্ড নিয়েও তৃণমূলের ভূমিকার কড়া সমালোচনা করেন গৌতম দেব। সারদা কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদেরও দাবি তুলেছেন তিনি।
শনিবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়া ও খড়দহে সভা করেন গৌতম দেব।ভাটপাড়ার সভায় ছিলেন মহম্মদ সেলিম, খড়দহে ছিলেন অসীম দাশগুপ্ত। শাসকদলের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে একমাস ধরে উত্তরচব্বিশ পরগনায় চল্লিশটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম।
First Published: Sunday, November 17, 2013, 10:27