Last Updated: Friday, November 1, 2013, 11:58
তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর রাজরোষে পড়েন বেশ কয়েকজন দক্ষ আইএএস এবং আইপিএস অফিসার। আইপিএস অফিসার মনোজ ভার্মা, দময়ন্তী সেন থেকে শুরু করে রাজ কানোজিয়া, কে হরিরাজন, অন্যত্র বদলি করে দেওয়া হয় সবাইকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাতের জেরে সরে যেতে হয় প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতম এবং তথ্য সংস্কৃতি দফতরের সচিব নন্দিনী চক্রবর্তীকেও।