Last Updated: January 8, 2014 12:00

সরকারের সঙ্গে এ বার সম্মুখ সমর। রাজ্যের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে আজ পথে নমল সিপিআইএম। মধ্যমগ্রাম সহ রাজ্যে একের পর এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদ, সারদা কেলেঙ্কারি, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম নেতৃত্ব।
সমাবেশে বক্তব্য রাখবেন দলের পলিটব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, গৌতম দেব সহ সিপিআইএম নেতারা। শিয়ালদহ ও মৌলালি থেকে দুটি বড় মিছিল আসবে ধর্মতলায়। মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিলে অংশ নেবেন শুধুমাত্র আদিবাসীরা। সমাবেশ শেষে স্মারকলিপি নিয়ে নবান্নে যাবে সিপিআইএমের চার সদস্যের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী এখন জেলা সফরে ব্যস্ত। সরকারিভাবে কোনও সময় দেওয়া হয়নি সিপিআইএম প্রতিনিধি দলকে।
সিপিআইএম মিছিল LIVE UPDATE:
# শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল ধর্মতলা যাচ্ছে।
# বক্তব্য রাখবেন দলের পলিটব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, গৌতম দেব সহ সিপিআইএম নেতারা।
# সমাবেশ শেষে স্মারকলিপি নিয়ে নবান্নে যাবে সিপিআইএমের চার সদস্যের প্রতিনিধি দল।
# বুদ্ধদেব ভট্টাচার্য:
রাজ্যে আক্রান্ত বাম নেতা-কর্মীরা
এটা চলতে পারে না
তৃণমূল সমাজবিরধীদের দল
তোলা আদায়ের ব্যস্ত রয়েছে দল
লক্ষ্য লক্ষ্য টাকা তৃণমূলের
সর্বত্র এতঙ্কের পরিবেশ
মহিলাদের ওপর আক্রমণ চলছেই
দেখে রাজ্যের মাথা নীচু হয়ে যাচ্ছে
রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই
মানছে না শাসক দল
মিথ্যে কথা বলছে
রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই
মুখ বন্ধ করতে টাকা দেওয়া হচ্ছে
দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে
কোনও গুরুত্ব দিচ্ছে না সরকার
# বিমান বসু
উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদী শক্তি বাড়ছে
সরকার এতদিন কোনও ব্যবস্থা নেয়নি
First Published: Wednesday, January 8, 2014, 16:11