Last Updated: Friday, June 20, 2014, 20:43
সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্ সেনকে গ্রেফতারের সিদ্ধান্ত থেকে কেন পিছিয়ে গেল ইডি? ওড়িশায় সারদা সংক্রান্ত ইডির একটি মামলায় গ্রেফতার করার কথা থাকলেও, শেষ পর্যন্ত শুভজিতকে গ্রেফতার করল না ইডি। খালি হাতেই ফিরলেন ওড়িশায় ইডির তদন্তকারীরা। তা নিয়েই উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার আদালত সুদীপ্ত সেনের ছেলে শুভজিত সেনের জামিন মঞ্জুর করে। নির্ধারিত ষাট দিনের মধ্যে ইডি শুভজিতের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায়, আদালত তাঁকে জামিন দেয়।