Last Updated: February 27, 2014 14:32

কেশপুরের পর এবার ঘাটাল। আক্রান্ত হলেন সিপিআইএম-এর মহিলা সমিতির সদস্যরা। হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আজ সকালে ঘাটালের কামারবেরিয়ায় দলীয় কার্যালয়ে মহিলা সমিতির বৈঠক চলছিল।
অভিযোগ, ওই সময় তৃণমূল কংগ্রেসের একটি মিছিল পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। মহিলা সমিতির সদস্যদের নিগ্রহেরও অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়।
সিপিআইএমের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। মিছিল করার কথা স্বীকার করলেও, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল কেশপুরেও সিপিআইএম কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জামশেদ ভবনে দলীয় কার্যালয়ে মিটিং শেষে বেরনোর পরই নেতা-কর্মীদের ওপর হামলা হয়। সিপিআইএম কর্মীদের ভিতরে আটকে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
First Published: Thursday, February 27, 2014, 14:34