Last Updated: Thursday, February 27, 2014, 14:32
কেশপুরের পর এবার ঘাটাল। আক্রান্ত হলেন সিপিআইএম-এর মহিলা সমিতির সদস্যরা। হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আজ সকালে ঘাটালের কামারবেরিয়ায় দলীয় কার্যালয়ে মহিলা সমিতির বৈঠক চলছিল। অভিযোগ, ওই সময় তৃণমূল কংগ্রেসের একটি মিছিল পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। মহিলা সমিতির সদস্যদের নিগ্রহেরও অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়।