Last Updated: March 19, 2014 23:00

এবারের লোকসভা ভোটেরপ্রচারে সিপিআইএম তথা বামফ্রন্টের হাতিয়ার নন্দীগ্রাম ইস্যু। নন্দীগ্রামে গুলি চালানো নিয়ে তত্কালীন বাম সরকারের বিরুদ্ধে যেসব মারাত্মক অভিযোগ উঠেছিল তা কার্যত খারিজ হয়ে গিয়েছে সি বি আই-এর চার্জশিটে। আর তাই নন্দীগ্রাম ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অতীতের প্রচারকে মিথ্যা বলে দেখিয়ে আলাদা পুস্তিকা তৈরি করেছে বামফ্রন্ট।
দুহাজার নয়ের লোকসভা ভোটে নন্দীগ্রাম ছিল বামেদের যথেষ্ট অস্বস্তির কারণ। এবার তৃণমূলকে বিঁধতে সেই নন্দীগ্রামই হাতিয়ার করছে বামেরা। নন্দীগ্রাম কাণ্ড নিয়ে সিবিআই চার্জশিটের কথা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাইছে তারা। এবারের ভোটে সিপিআইএম তথা বামফ্রন্টের প্রচারের অন্যতম হাতিয়ার নন্দীগ্রামকাণ্ডে সিবিআইয়ের চার্জশিট। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই পাহাড় সমস্যা সমাধান হয়ে গেছে বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবির বাস্তব ভিত্তি নেই, সেটা মানুষ বুঝতে পারছেন। দাবি ফ্রন্ট চেয়ারম্যানের।
জঙ্গলমহলে সরকারের উন্নয়নের দাবিকেও নস্যাত্ করেছেন তিনি। তৃণমূলের নীতি, আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয়েছেবামফ্রন্টের পুস্তিকায়। রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে সরকারের উন্নয়নের দাবি, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনাকেও ভোটপ্রচারে গুরুত্ব দিতে চায় বামেরা। এই সমস্ত বিষয়ের ওপর মোট সাতটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে বামফ্রন্টের তরফে।
First Published: Wednesday, March 19, 2014, 23:00