Last Updated: Friday, December 27, 2013, 21:26
২০১১ সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের কারণটা কী? বিশিষ্ট অর্থনীতিবিদ প্রণব বর্ধনের নেতৃত্বে এক বৈজ্ঞানিক সমীক্ষায় তারই সন্ধান করেছেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা। তাতে দেখা যাচ্ছে, বহু কথিত সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, স্থানীয় বাম নেতৃত্বের সম্পর্কে ভোটারদের অসন্তোষই রাজনৈতিক পরিবর্তনের বড় কারণ। স্থানীয় নন এমন রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও তৃণমূলের তুলনায় বামেদের সম্পর্কে মানুষের অসন্তোষ ছিল অনেক তীব্র। ভোটারদের বয়স, পাইয়ে দেওয়ার রাজনীতি বা টেলিভিশনের মতো মিডিয়ার প্রভাব, খুব একটা উল্লেখযোগ্য নয় বলে ওই সমীক্ষায় দেখা গিয়েছে।