CPIM worker missing in Mangalcort

মঙ্গলকোটে নিখোঁজ সিপিআইএম কর্মী

Tag:  CPIM missing Mangalcort
ভোট পরবর্তি সন্ত্রাস অব্যাহত মঙ্গলকোটে। আজ সকাল থেকে খোঁজ মিলছে না স্থানীয় সিপিআইএম কর্মী টুটুল মোল্লার। তিনি পেষায় পেশায় ট্রাক্টর চালক। ভোররাতে মালিকের বাড়ি থেকে ট্রাক্টর আনতে যান তিনি। তবে সেখানে তিনি পৌছননি। পরে বাড়ির কাছে একটি মাঠ থেকে তার সাইকেল উদ্ধার হয়। পরিবারের পক্ষে থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছে।

জানা গিয়েছে গতকাল রাতে বিভিন্ন অঞ্চলে চলে বোমাবাজি। আজ সকালে হাই মাদ্রাসা বুথের পাশ থেকে উদ্ধার হল প্রায় সত্তরটি তাজা বোমা। বোমাগুলি নিষ্ক্রিয় করেছে পুলিস। গতকালও বেশ কিছু বোমা উদ্ধার করেছিল পুলিস। ভোট সন্ত্রাসে আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষ।

First Published: Sunday, May 4, 2014, 13:50


comments powered by Disqus