Last Updated: Sunday, May 4, 2014, 13:50
ভোট পরবর্তি সন্ত্রাস অব্যাহত মঙ্গলকোটে। আজ সকাল থেকে খোঁজ মিলছে না স্থানীয় সিপিআইএম কর্মী টুটুল মোল্লার। তিনি পেষায় পেশায় ট্রাক্টর চালক। ভোররাতে মালিকের বাড়ি থেকে ট্রাক্টর আনতে যান তিনি। তবে সেখানে তিনি পৌছননি। পরে বাড়ির কাছে একটি মাঠ থেকে তার সাইকেল উদ্ধার হয়। পরিবারের পক্ষে থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছে।