Last Updated: May 27, 2013 19:49

সারদা কান্ডের পর এক অনিশ্চয়তার সম্মুখীন টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে লগ্নি করেছিল রোজ ভ্যালি থেকে শুরু করে অন্য কয়েকটি ছোটখাট চিটফান্ডও। তারাও এবার ব্যবসা গুটিয়ে নেওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে ছবির শুটিং। তবে কেউ কেউ মনে করছেন এতে কিছু অনাবশ্যক ছবির সংখ্যা কমবে টলিউডে।
শুটিং-এর সংখ্যা কমে গিয়েছে টালিগঞ্জ পাড়ায়। প্রায় ফাঁকা স্টুডিয়োপাড়ায় শুধু চলছে কিছু সিরিয়ালের শুটিং। প্রশ্ন উঠছে, কোথায় গিয়ে দাঁড়াবে টলিউডের অর্থনীতির ভিত? অন্য সব চিটফান্ড তেমন কোনও সুদিন দিতে পারেনি টলিউডকে।
এই অবস্থাতেও আশা রাখছেন প্রযোজক রাণা সরকার। প্রাথমিক ধাক্কা সামলে নিতে পারলেই টলিউড আবার স্বমহিমায় ফিরতে পারে বলে মনে করছেন রাণা।
First Published: Monday, May 27, 2013, 19:49