Last Updated: Monday, May 27, 2013, 19:49
সারদা কান্ডের পর এক অনিশ্চয়তার সম্মুখীন টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে লগ্নি করেছিল রোজ ভ্যালি থেকে শুরু করে অন্য কয়েকটি ছোটখাট চিটফান্ডও। তারাও এবার ব্যবসা গুটিয়ে নেওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে ছবির শুটিং। তবে কেউ কেউ মনে করছেন এতে কিছু অনাবশ্যক ছবির সংখ্যা কমবে টলিউডে।