Last Updated: December 19, 2013 17:59

মেসিকে হেলায় হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি মার্কিনি ওয়েবসাইট `মিরর`-এর করা সমীক্ষা অনু্যায়ী সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলিতে জনপ্রিয়তায় শীর্ষে পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। পাঁচটি নেটওয়ার্কিং সাইটে সিআর সেভেন-এর মোট ভক্তের সংখ্যা ২০ মিলিয়ন। এই এক জায়গায় অন্তত তাঁর সেরা প্রতিদ্বন্ধী লিওনেল মিসির থেকে অনেক এগিয়ে তিনি। মেসি এই তালিকায় পাঁচ নম্বরে।
এই তালিকায় জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে বার্সিলোনার নতুন হার্টথ্রব নেইমার। শুধু ফেসবুকেই তাঁর ভক্ত সংখ্যা ৮মিলিয়ন। সতীর্থ অ্যান্দ্রে ইনিয়েস্তা আর কার্লেস পুয়োলের মিলিত ভক্ত সংখ্যার থেও বেশি ফ্যান নেইমারের।
অবসরের পরও ব্রিটিশ তারাকা ডেভিড বেকহ্যামের জনপ্রিয়তা যে একটুও কমেনি আর একবার তার প্রমাণ পাওয়া গেল এই সমীক্ষায়। এই তালিকায় তিনি তৃতীয় স্থানে। চিনে তাঁর মত জনপ্রিয়তা আর কারও নেই।
বর্তমান বিশ্বের সবথেকে দামি ফুটবলার গ্যারেথ বেল রয়েছেন চার নম্বরে। ছয়ে আছেন জার্মানির মেসুট ওজিল, সাতে রোনালডিনহো, আটে ব্রিটিশ ফুটবলার ওয়েন রুনি, নয়ে ব্রাজিলের কাকা, দশে নেদারল্যান্ডের রবিন ভ্যান পার্সি।
First Published: Thursday, December 19, 2013, 17:59