Last Updated: Monday, January 28, 2013, 13:05
বিশ্বফুটবলে মেসি ম্যাজিক চলছেই। রবিবার বিকেলে লা লিগার ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার কয়েকঘণ্টার মধ্যেই ওসাসুনার বিরুদ্ধে চার গোল করে পাল্টা জবাব দিলেন বর্তমান বিশ্বফুটবলের সেরা তারকা লিওলেন মেসি। লা লিগায় টানা এগারো ম্যাচে গোল করে নয়া নজির গড়লেন আর্জেন্টিনীয় সুপারস্টার।