আইপিএল ফাইনালে এবার ছক্কা হাঁকালেই কোটিপতি!

আইপিএল ফাইনালে এবার ছক্কা হাঁকালেই কোটিপতি!

আইপিএল ফাইনালে এবার ছক্কা হাঁকালেই কোটিপতি!এবার টাকার জোয়ারে ভাসতে চলেছে আইপিএল। শ্রীসন্থদের ফিক্সিং কেলেঙ্কারির পর সপ্তম আইপিএলের সাফল্য নিয়ে যতই সন্দিহান থাকা হোক না কেন টাকার ঝুলি কিন্তু এসেই যাচ্ছে। সূত্রের খবর, এক বিদেশী গাড়ি প্রস্তুতকারী কোম্পানি নিজেদের প্রচারে জোয়ার আনতে আইপিএলে ওভার বাউন্ডারি পিছু পুরস্কার দেবে।

এমনও শোনা যাচ্ছে আইপিএল সেভেন-এর ফাইনালে কোনও ব্যাটসম্যান ছক্কা হাঁকালে তাঁকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেই কোম্পানি। তবে সেই কোম্পানির সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি এখনও প্রাথমিক স্তরে আছে বলে খবর। লোকসভা ভোটের তারিখ ঘোষণা না হওয়ায় আইপিএলের সূচি কী হবে, বা কোথায় অনুষ্ঠিত হবে তা এখন ঠিক হয়নি।


এদিকে, আইপিএল সেভেনের নিলাম পরিচালন করবেন রিচার্ড ম্যাডলে। ম্যাডলে হলে ইংল্যান্ডের বিখ্যাত নিলাম পরিচালক। ক্রিকেটারদের এই নিলাম হবে আগামী ১২ ফেব্রুয়ারি ।
এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় ধরে রাখার অনুমতি পেয়েছে। এ ছাড়া এবারের নিলামে জোকার কার্ডের আদলে দলগুলো সীমিত সংখ্যক ক্রিকেটারকে রাইট টু ম্যাচ পদ্ধতিতে কিনে নিতে পারবে।

First Published: Tuesday, January 28, 2014, 22:26


comments powered by Disqus