এখনও কাটল না পরিবহণ কর্মীদের বেতন জট

এখনও কাটল না পরিবহণ কর্মীদের বেতন জট

এখনও কাটল না পরিবহণ কর্মীদের বেতন জটসরকারি পরিবহণ সংস্থার কর্মীদের বেতন জট এখনও কাটল না।  অধিকাংশ কর্মী বেতন পেলেও, একাংশের বেতন এখনও অনিশ্চিত। ৪ মাসের বেশি সময় হয়ে গেলেও বেতন পাচ্ছেন না পরিবহণ সংস্থার ওই কর্মীরা।

বেতন না পেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, পরিবহণ সংস্থার কর্মী বিক্রম সিং। মৃত্যুকে ঘিরে তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। সমস্যা সমাধানে উদ্যোগী হয় রাজ্য সরকার।

সেই আশ্বাসের পর অধিকাংশ পরিবহণ সংস্থার কর্মী বেতন পেলেও, এখনও বেতন পাননি ২৫৮ জন কর্মী।

সরকারের খাতায় এঁরা অবৈধ। যেমনটা ছিলেন বিক্রম সিং। কর্মীদের প্রশ্ন, যদি তাঁরা অবৈধই হন, তাহলে সরকার কেন নোটিস দিচ্ছে না। দেখতে দেখতে ৫ মাস হতে চলল। বেতন না পেয়ে চরম সঙ্কটের মুখে দাঁড়িয়ে মানুষগুলো।

First Published: Saturday, February 11, 2012, 17:47


comments powered by Disqus