কমনওয়েলথ দুর্নীতি: কালমাডির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

কমনওয়েলথ দুর্নীতি: কালমাডির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

Tag:  CWG Kalmadi Corruption
কমনওয়েলথ দুর্নীতি: কালমাডির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশদিল্লি কমনওয়েলথ গেমস-এ দুর্নীতিতে অভিযুক্ত আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডি, অপর অধিকর্তা ললিত ভানত সহ আরও দশজনের বিরুদ্ধে দুর্নীতির চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির এক আদালত।

ভারতীয় দণ্ডবিধির ১২০-র বি অর্থাৎ চক্রান্ত, ৪২০ (প্রতারণা), ৪৬৮ এবং ৪৭১ (জালিয়াতি) ধারায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর ১০ তারিখের মধ্যে এই চার্জ গঠন করতে হবে।

২০১০ এর দিল্লির কমনওয়েলথ গেমসে ৯০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে।





First Published: Friday, December 21, 2012, 13:36


comments powered by Disqus