Last Updated: Friday, December 21, 2012, 12:35
দিল্লি কমনওয়েলথ গেমস-এ দুর্নীতিতে অভিযুক্ত আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডি, অপর অধিকর্তা ললিত ভানত সহ আরও দশজনের বিরুদ্ধে দুর্নীতির চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির এক আদালত। ভারতীয় দণ্ডবিধির ১২০-র বি অর্থাৎ চক্রান্ত, ৪২০ (প্রতারণা), ৪৬৮ এবং ৪৭১ (জালিয়াতি) ধারায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর ১০ তারিখের মধ্যে এই চার্জ গঠন করতে হবে।