Last Updated: October 6, 2012 22:37

ফের আবাসনে ডাকাতি। এবার ডাকাতদের নিশানা গড়িয়ার ত্রিবেণী আবাসন। আজ ওই আবাসনের এক গৃহকত্রীর বাড়িতে চিঠি দেওয়ার নাম করে হানা দেয় এক অপরিচিত ব্যক্তি। এরপর গৃহকর্ত্রীকে অচৈতন্য করে অবাধে লুটপাট চালায়।
সোনার গয়না, নগদ টাকা সমেত বেশকিছু সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আবাসনের নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে।
First Published: Saturday, October 6, 2012, 22:37