Last Updated: Tuesday, October 16, 2012, 17:45
একই রাতে পর পর দুটি বাড়িতে ডাকাতি হল সোনারপুর থানা এলাকায়। পুলিসের অনুমান, দুটি ঘটনা একই দলের কাজ। সাড়ে তিনটের সময় গড়িয়ার কাছে ঢালুয়া পুলিস পাড়ার এক আয়কর আধিকারিকের বাড়িতে ডাকাতি হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে বেঁধে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। তার কিছুক্ষণ আগেই ডাকাতি হয় কিছুটা দূরের অবন্তীপুরে। এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।