হাওড়াগামী অমৃতসর মেলে ডাকাতি, চলন্ত ট্রেনে যাত্রীদের মারধর করে লুঠ

হাওড়াগামী অমৃতসর মেলে ডাকাতি, চলন্ত ট্রেনে যাত্রীদের মারধর করে লুঠ

হাওড়াগামী অমৃতসর মেলে ডাকাতি, চলন্ত ট্রেনে যাত্রীদের মারধর করে লুঠফের দূরপাল্লার ট্রেনে ডাকাতি। এবার হাওড়াগামী অমৃতসর মেলে ডাকাতি হল। অভিযোগ গতকাল রাতে বিহারের ঝাঁঝা স্টেশনে অমৃতসর মেলে ওঠে একদল সশস্ত্র দুষ্কৃতী। এসি থ্রি টিয়ারের বি১, বি২ কামরায় লুঠপাট চালায় ডাকাত দল। যাত্রীরা জানিয়েছেন, প্রায় একটা পঁয়ত্রিশ নাগাদ ওই দুটি কামরায় ওঠে দুষ্কৃতীরা।

দুটো চার পর্যন্ত টানা আধঘণ্টা ধরে কার্যত তাণ্ডব চালায় তারা। এরপরে লাহাবন স্টেশনের কাছে নেমে যায় ডাকাতদলটি। অভিযোগ সে সময় ট্রেনে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। যোশিডি স্টেশনে জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ পরে হাওড়া স্টেশনে পৌছে জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন যাত্রীরা। এই ঘটনায় ফের প্রশ্নে মুখে পড়েছে দূরপাল্লার ট্রেনে যাত্রী নিরাপত্তা।

আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে, যাত্রীদের মারধর করে টাকা, গয়না, মোবাইল ফোন, ল্যাপটপ-সহ মূল্যবান সামগ্রী লুঠ করে দুষ্কৃতীরা৷ তুলসীবার স্টেশনে ঢোকার মুখে চেন টেনে ট্রেন থামিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ যাত্রীদের অভিযোগ, প্রায় আধ ঘণ্টা ধরে লুঠপাট চললেও সেই সময় একজন রেল পুলিশেরও দেখা মেলেনি৷ ট্রেন যোশিডি স্টেশনে ঢোকার পর বিক্ষোভ দেখান যাত্রীরা৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে৷

First Published: Tuesday, February 25, 2014, 16:21


comments powered by Disqus