Last Updated: Tuesday, February 25, 2014, 16:21
ফের দূরপাল্লার ট্রেনে ডাকাতি। এবার হাওড়াগামী অমৃতসর মেলে ডাকাতি হল। অভিযোগ গতকাল রাতে বিহারের ঝাঁঝা স্টেশনে অমৃতসর মেলে ওঠে একদল সশস্ত্র দুষ্কৃতী। এসি থ্রি টিয়ারের বি১, বি২ কামরায় লুঠপাট চালায় ডাকাত দল। যাত্রীরা জানিয়েছেন, প্রায় একটা পঁয়ত্রিশ নাগাদ ওই দুটি কামরায় ওঠে দুষ্কৃতীরা।