Last Updated: June 29, 2013 21:56

ফের ডাকাতি কলকাতায়। শেক্সপিয়র সরণির একটি ফ্ল্যাটে ঢুকে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে লুঠ করা হল বহু লক্ষ টাকা গয়না। লুঠ হয়েছে নগদ টাকাও। ৫৪ নম্বর শেক্সপিয়র সরণির একটি ফ্ল্যাটে আজ বিকেল পাঁচটা নাগাদ হানা দেয় দুই দুষ্কৃতী। ফ্ল্যাটে একাই ছিলেন মহিলা। দরজা খুলতেই তাঁর গলায় ছুরি ঠেকিয়ে ঘরে ঢুকে পড়ে তারা।
প্রায় পনেরো মিনিট ধরে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, কয়েক লক্ষ টাকা গয়না ও নগদ টাকা নিয়ে উধাও হয় তারা। এরপর ফিরে আসেন মহিলার মেয়ে এবং স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেক্সপিয়ার সরণি থানার পুলিস।
পৌঁছন ডাকাতি দমন শাখার অফিসারেরা। তদন্তে আনা হয় পুলিস কুকুরও। তবে এঘটনায় এখনও কেউ ধরা পড়েনি।
First Published: Saturday, June 29, 2013, 21:56