Last Updated: February 17, 2014 10:53
গুলি, বোমা, ছুরির কোপ মেরে বেপরোয়া ডাকাতির ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দীঘিতে। ডাকাতদের রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন গৃহকর্তা। বোমার আঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গৃহকর্ত্রী। গতকাল গভীর রাতে রায়দীঘির মুখার্জিকে দীনবন্ধুর নষ্করের বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী।
দীনবন্ধু নষ্করের মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন দীনবন্ধু নষ্করের স্ত্রী, তাঁকে ছুরি দিয় কোপায় ডাকাতরা। স্ত্রীকে বাঁচাতে এসে ডাকাতদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন দীনবন্ধু নষ্কর। এখানেই থেমে না থেকে বোমা ছোড়ে ডাকাতরা। বোমাতে গুরুতর আহত হন দীনবন্ধু নষ্করের স্ত্রী। দীনবন্ধু নষ্কর ও তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি। মেয়ের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না ঘরে এনেছিলেন নষ্কর পরিবার। সমস্ত গয়না লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
First Published: Monday, February 17, 2014, 10:53