Last Updated: February 18, 2014 16:59

শেখালে আমরাও পারি। এমনটাই দেখিয়ে দিয়েছে সিন্ধুঘোটক রোনান। সামুদ্রিক প্রাণীরা কি নাচতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রোননকে তালিম দিচ্ছিলেন পিটার কুক। আর এখন তিনি জানাচ্ছেন রোনান নাকি মানুষের মতোই তালে তাল মিলিয়ে নেচে চলে।
পিটার জানালেন, অনেক ধরনের মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নাচতে পারে রোনান। যদি রোনানকে আপনারা নাচতে দেখেন তাহলে দেখবেন কী অসাধারণ তালজ্ঞান ওর। নিচু লয়ের মিউজিকের সঙ্গে ছোট ছোট পা ফেলে রোনান। লয় বাড়লে পা পিছিয়ে নিয়ে নাচের গতিও নিজে থেকেই বাড়িয়ে দেয়। মিউজিকের প্রতি ওর সংবেদনশীলতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। ওর মধ্যেই ঢুকে গিয়েছে নাচ।
শুধু রোনান নয়। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স উল্লেখ করেছে কাকাতুয়া স্নোবল ও পিগমি শিম্পাঞ্জি জোড়া কাঞ্জি ও পানবনিসার নামও। ব্যাকস্ট্রিট বয়েজের সঙ্গে নাচতে পছন্দ করে স্নোবল। অন্যদিকে কাঞ্জি ও পানবনিসার পছন্দ পিটার গ্যাব্রিয়েল। ২০০১ সালে আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে গিয়ে নিজে পানবনিসার নাচ দেখে এসেছেন গ্যাব্রিয়েল।
গবেষক প্যাট্রিসিয়া গ্রে জানালেন, প্রায় ৩ মিনিট ধরে অসাধারণ ভঙ্গিমায় জুটিতে নেচে চলে কাঞ্জি ও পানবনিসা।
First Published: Tuesday, February 18, 2014, 16:59