Last Updated: Tuesday, February 18, 2014, 16:59
শেখালে আমরাও পারি। এমনটাই দেখিয়ে দিয়েছে সিন্ধুঘোটক রোনান। সামুদ্রিক প্রাণীরা কি নাচতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রোননকে তালিম দিচ্ছিলেন পিটার কুক। আর এখন তিনি জানাচ্ছেন রোনান নাকি মানুষের মতোই তালে তাল মিলিয়ে নেচে চলে।