Last Updated: September 1, 2013 10:58

মুখ্যমন্ত্রীর সফরের ঠিক একদিন আগে ফের আন্দোলনে উত্তাল হয়ে উঠল পাহাড়ের পরিস্থিতি। একদিকে মোর্চার জনতা সড়কে কর্মসূচি, অন্যদিকে অনশন শুরু করেছে লেপচাদের একাংশ। গত কাল এক দিনের জন্য কর্মসূচি স্থগিত রাখার পর আজ ফের পথে নেমেছেন মোর্চা সমর্থকরা।
চৌবাজারে আজ সমাবেশের ডাকা দিয়েছেন মোর্চা। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে আজ দিল্লি যাচ্ছেন মোর্চার বিধায়করা। অন্যদিকে পাহাড়ে শুরু করেছে আন্দোলন লেপচারাও। পাহাড়ে বিভেদ তৈরির অভিযোগে আজ থেকে চকবাজার অটোস্ট্যান্টে রিলে অনশনে বসছেন তাঁরা।
(ফাইল চিত্র)
First Published: Sunday, September 1, 2013, 11:00