Last Updated: Sunday, August 25, 2013, 14:27
পাহাড়ে ধরপাকড় অব্যাহত। গতকাল রাত থেকে এপর্যন্ত ২৩জন মোর্চার নেতা-কর্মীকে গ্রেফতার করল পুলিস। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মোট ৮০৮ জন। এদিকে `ঘরের ভিতরে জনতা` কর্মসূচির পর এবার `জনতা সড়কে`। শব্দবন্ধ পাল্টে পাহাড়ে ফের অনির্দিষ্টকাল বনধের পথে গোর্খা জনমুক্তি মোর্চা। ফলে কর্মসূচির নাম বদল হলেও পাহাড় জুড়ে কার্যত বনধের ছবি। বন্ধ দোকানবাজার। রাস্তাঘাটও শুনশান। রাজনৈতিক মহলের মতে, হাইকোর্টের নির্দেশের কথা মাথায় রেখেই আসলে বনধের নাম বদলেছে মোর্চা।