Last Updated: August 31, 2013 10:37

আজ সকাল থেকেই ফের পুরনো ছন্দে ফিরল পাহাড়। খুলেছে দোকান বাজার। পথে নেমেছেন সাধারণ মানুষ। অনেকেই বাজারে ভিড় করেছেন রসদ সংগ্রহের জন্য। সোমবার দার্জিলিং সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সফরের সময় ফের ঘরের ভিতর জনতা কর্মসূচির ডাক দিয়েছে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি। তার আগে রবিবার চলবে জনতা সড়কে কর্মসূচী। কিন্তু আজ কর্মসূচী স্থগিত রেখেছে মোর্চা। সকাল থেকেই তাই পথে নেমেছেন মানুষ। তবে শনিবার বলে বন্ধ রয়েছে অধিকাংশ সরকারি অফিস।
First Published: Saturday, August 31, 2013, 10:37